ভোলায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় মো. ইউসুফ (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে তার লাশ উদ্ধার করা হয়েছে। ইউসুফ ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিম মিয়ার ছেলে এবং ভোলা সরকারি কলেজের ছাত্র।
স্থানীয়রা জানান, রোববার রাতে ঘরে একাই ছিল ইউসুফ। রাত ১০টার দিকে তার বাবা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে ইউসুফকে আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলতে দেখেন তিনি। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে যান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলেজছাত্র ইউসুফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।