প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন’র উদ্যোগে এমপি মুকুলকে ফুলেল শুভেচ্ছা
ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন দৌলতখান শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।
সোমবার (১৬আগস্ট) সকাল সাড়ে ১১টায় এমপি মুকুলের দৌলতখানের বাসভবনে শিক্ষক ফাউন্ডেশন দৌলতখান শাখার নেতৃবৃন্দরা এ ফুলেল শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে এমপি মুকুল শিক্ষক নেতৃবৃন্দ’র উদ্দেশে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ আপনারা এর ধারা অব্যাহত রাখতে আপনাদের প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলার শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মামুন আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাসেল আলম, সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ।’