বোরহানউদ্দিনে যথাযথ মর্যাদায় জাতীয় শোকদিবস পালিত

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের আয়োজনে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বোরহানউদ্দিন থানা পুলিশ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, উপজেলা প্রকৌশলী, আব্দুল জব্বার কলেজ, মহিলা কলেজ, ভোলা পলিটেকনিক কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানা ইন-চার্জ মাজহারুল আমিন প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।