বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল হতে দেয়নি শত্রুরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা আঁকড়ে থাকার জন্য নয়, তিনি বাকশাল গঠনের মাধম্যে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন দেশ ও গরিব মানুষের উন্নতির জন্য। তিনি বছর খানেক সময় পেলেও তার দূরদর্শী ও সুচিন্তিত রাজনৈতিক পদক্ষেপের সুফল পেত বাংলার জনগণ। কিন্তু শত্রুপক্ষ জানতো বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল হলে তার জনপ্রিয়তা যে উচ্চতায় উঠবে সেখান থেকে নামানো হবে অসম্ভব। ফলে বঙ্গবন্ধুকে হত্যা করার ঘৃণ্য কাজকেই বেছে নিয়েছিল খুনিরা। ওই শত্রুরা বঙ্গবন্ধুকে সফল হতে দেয়নি।
বঙ্গবন্ধু সকালে গণভবনে এসে প্রথমেই গোয়েন্দা প্রধানদের কাছ থেকে দেশের পরিস্থিতি ও অন্য বিষয়ে রিপোর্ট নিতেন। এর বাইরেও দলের বিশ্বস্ত মানুষও রিপোর্ট দিতেন বঙ্গবন্ধুকে। কিন্তু জেনে বুঝেও বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব।
বঙ্গবন্ধুর ব্যক্তিগত কর্মকর্তা ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বঙ্গবন্ধুর দুজন বিশ্বস্ত গোয়েন্দা নুরুল ইসলাম এবং আবুল খায়ের। তারা খন্দকার মোস্তাকের মতিগতি সম্পর্কে বঙ্গবন্ধুকে চিঠি দিয়ে জানিয়েছিলেন। তিনি এগুলো দেখেও তেমন পাত্তা দিতেন না। প্রাকৃতিক দুর্যোগ, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির পাশাপাশি দেশ-বিদেশের অপশক্তির কারণে বারবার পিছিয়ে পড়তে হয়েছে বঙ্গবন্ধুকে। তিনি দেখলেন দেশকে এগিয়ে নিতে বিকল্প পথে এগোনো ছাড়া উপায় নেই। সুদূরপ্রসারী চিন্তা করে বঙ্গবন্ধু ডাক দিলেন দ্বিতীয় বিপ্লবের। গঠন করলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল।
বঙ্গবন্ধুর আরেক ব্যক্তিগত কর্মকর্তা ড. মসিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর চতুর্থ সংশোধনী করার আগে গভীরভাবে এবং বারবার দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তৃণমূলের মানুষের সঙ্গে সংযোগ এবং তাদের সমর্থন নিয়েই রাষ্ট্রক্ষমতা পরিচালনা করা হতে। এই নীতি থেকে বঙ্গবন্ধু কখনো সরে আসেননি।