দৌলতখানে প্রাথমিকের প্র্রধান শিক্ষকদের স্মারকলিপি প্রদান

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড অফিসার ও নন-গেজেটেড (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১-এ প্রধান শিক্ষক পদ থেকে উপরের পদগুলোতে পদোন্নতি ও চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের স্থায়ী পদোন্নতি প্রদানের দাবিতে ভোলা জেলার দৌলতখান উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক বরাবরে স্মারক লিপি পেশ করা হয়।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১০টায় কমিটির সহ-সভাপতি, বরিশাল বিভাগীয় সদস্য সচিব ও ভোলা জেলা আহ্বায়ক দিলীপ কুমার ম-লের নেতৃত্বে এ অনুষ্ঠানে অংশ নেন প্রধান শিক্ষক সমিতির নেতা শহীদ উল্যাহ্ নয়ন, আবদুল খালেক, ফারহান দীবা, খোরশীদ আলম, হরিহর চন্দ্র দাস, ননী গোপাল দত্ত, মো. মজির উদ্দিন ভুট্টো, মো. নজরুল ইসলাম, আমিরুন নেছা, অমল দেবনাথ, লোকমান হোসেন, মো. মোশারেফ হোসেন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page