আজ মধ্যরাত থেকে চলবে লঞ্চ

 

সরকারের সব নির্দেশনা মেনে মঙ্গলবার (১১ আগষ্ট) মধ্যরাত থেকে নৌযানসহ সকল যানবাহন চলাচল করবে।

চলমান লকডাউন শিথিল ঘোষণা করায় নৌযানসহ সকল যানবাহন চলতে আর বাধা নাই।

দীর্ঘদিন লকডাউনে যানবাহন বন্ধ থাকায় সরকারের এই ঘোষণায় স্বস্তি ফিরে এসেছে যানবাহন শ্রমিক ও যাত্রীদের মাঝে।

এদিকে সরকারের এই ঘোষণার পরই আজ মধ্যরাত থেকে লঞ্চ চলাচলের জন্য ভোলা খেয়াঘাট গিয়ে দেখা যায় ঘাটে থাকা লঞ্চগুলো ধুয়ে মুছে পরিস্কার করে প্রস্তত করেছে মধ্য রাত থেকে চলাচল করার।

ফেয়ারী শিপিং লাইন্স লিমিটেড এর জেনারেল ম্যানেজার কাজী ইকবাল হোসাইন বলেন, সরকার লঞ্চ, ট্রেন ও বাসসহ সবধরনের গণপরিবহন চালানোর সিদ্ধান্ত দিয়েছে। সে অনুযায়ী রাত থেকে চালানো যাবে। মধ্যরাতের পর যে লঞ্চের সিডিউল থেকে সেগুলো চালানোর চেষ্টা করা হবে। যদি না চালানো যায় তবে বুধবার সকাল থেকে সব রুটে লঞ্চ চলবে।

তিনি আরও বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালানো হবে। লঞ্চে ওঠার সময় হ্যান্ড স্যানিটাইজিং, মাক্স পরিধান এবং জীবাণুনাশক ছিটানো হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page