সর্বশেষঃ

লালমোহনে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত

ভোলার লালমোহনে জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা, পৌরসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৮ আগস্ট সকাল ১১ টায় লালমোহন উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আবদুল মালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্স এ বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি তার বক্তব্যে বলেন, বাঙালির স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণা দানকারী ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে প্রেরণার উৎস ছিলেন। পাকিস্তানি শাসকদের হাতে বঙ্গবন্ধু যখন বারবার কারাবন্দি জীবনযাপন করছিলেন, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের কাছে ছুটে আসতেন বঙ্গবন্ধুর নির্দেশনা জানতে। তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিকনির্দেশনা পৌঁছে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতেন।

আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, এডভোকেট তোফাজ্জল হোসন, মোখলেছুর রহমান হাওলাদার, যুগ্মসম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, জেলা পরিষদ সদস্য মনির হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক ইউছুপ মনজু, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীবসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামালীগের সভাপতি মাওলানা মোঃ শাহে আলম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page