দৌলতখানে অগ্নিকাণ্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ভোলার দৌলতখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ আগস্ট ) দুপুর দেড়টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মুদি ব্যবসায়ী মোঃ সেলিম বাগা,মোঃ খোকন তালুকদার। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এতে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুদি ব্যবসায়ী সেলিমের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই সেলিমের দোকানসহ দুটি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা ফায়ার স্টেশন অফিসার গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ওই এলাকায় গেলে রাস্তা বেহাল অবস্থার কারণে আগুন নিয়ন্ত্রণের পিকআপ ঘটনাস্থলে পৌঁছাতে পাড়েনি । কিন্তু এর আগেই আগুনে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page