সর্বশেষঃ

ভোলায় স্বাস্থ্যবিধি না মানায়, ৭০ জনকে জরিমানা, ৭ জনকে কারাদন্ড

স্বাস্থ্যবিধি না মানায় এবং বিনা কারণে ঘোরাঘুরির অপরাধে ভোলা জেলায় বৃহস্পতিববার দিনব্যাপী ১১টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৭৭ জনের মধ্যে ৭০ জনের কাছ থেকে ৬৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ৭২ টি। জেলা প্রশাসনের মিডিয়া শেল এ তথ্য জানিয়েছে।
ভোলার জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার ৭ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। শহরের প্রবেশদ্বার ও বর্হিগমণ পথে পুলিশের চেকপোস্ট বসনো হয়েছে। করোনা সংক্রমণরোধে আমাদের কঠোর অভিযান চলমান রয়েছে। সরকারি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page