লালমোহনে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আ’লীগ অফিসে হামলা ॥ প্রধানমন্ত্রীর ছবিসহ মোটরসাইকেল ভাঙচুর ॥ আহত-১০
ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামীলীগের দলীয় অফিসে হামলা ও প্রধানমন্ত্রীর ছবিসহ ৪ টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন। শনিবার (৩১ জুলাই) রাত ৯ টায় লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাদ্রাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোঃ জোবায়ের, মোঃ ভুট্টু, রাকিব, তানজিল, মোঃ হোসেনসহ অন্তত ১০ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯ টার দিকে মাদ্রাসা বাজারে ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শামিম এর সাথে একই এলাকার আঃ রহিম মেম্বারের ছেলে ছাত্রলীগ নেতা জোবায়েরের কথার কাটাকাটি হয়। এর জের ধরে ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি শামিম ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আরিফ এর নেতৃত্বে, শামিম সর্দার, শরিফ, শওকাত, মাকসুদসহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্র ও লাঠি নিয়ে মাদ্রাসা বাজার আওয়ামী লীগের অফিসে এসে জোবায়েরকে গালমন্দ করে এলোপাতাড়ি ভাবে হামলা করেন এবং ভাংচুর চালায়। এসময় আওয়ামীলীগের দলীয় অফিসে থাকা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, সজিব উয়াজেদ জয় এর ছবিসহ সহ অফিসের সামনে থাকা ৪ টি মোটর সাইকেল ভাঙচুর করে চলে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লর্ডহাডিঞ্জ ৬ নং ওয়ার্ডের আঃ রহিম মেম্বার হামলা ও ভাংচুরের বিষয়টি নিশ্চিত করে হামলাকারীদের বিচার দাবি করেন। এ ব্যাপারে অভিযুক্ত লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ অরিফের ব্যবহীত মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।