বোরহানউদ্দিনের কাচিয়ায় জেলেদের মাঝে চাল বিতরণ

স্বাস্থ্যবিধি প্রতিপালনের মধ্যদিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ০৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদের আওতাধীন ৪শ’ ৭০ জন জেলের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। সোমবার (০২ আগষ্ট) জেলেদের চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী বলেন, মাস্কবিহীন কাউকে চাল দেয়া হচ্ছেনা, এবং সুবিধাভোগিদের স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেয়া হচ্ছে।
করোনা মহামারির এ দুঃসময়ে চাল পেয়ে জেলেদের মুখে হাঁসি ফুটেছে। এসময় আরো উপস্থিত ছিলেন-ট্যাগ অফিসার মো. মনিরুল ইসলাম, ইন্সট্রাক্টর: উপজেলা রিসোর্স সেন্টার, ইউপি সচিব প্রবীর চন্দ্র দে, মৌলভী মো. হামিদ, মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।