দৌলতখানে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত-৫

ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহতরা হলেন, মোঃ হরমুজল (৭০), মিলন (৪৫), রুমা আক্তার। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি দু’জন মিনহাজ, মমতাজ বেগম, তারা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সোমবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গফুর আলী হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির সাত্তার গংদের সাতে হরমুজল গংদের দোকানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় ভাবে সালিশ বৈঠক হয়েছে। ঘটনার দিন ওই দোকানের বিরোধপূর্ণ জমি সাত্তার গংরা নিজেদের দাবী করে তার নেতৃত্বে মিনহাজ ,সজিব রাকিব সহ ১০/১৫ জন মিলে লাঠিসোটা নিয়ে হরমুজল গংদের উপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে তাদের তিন জনকে গুরত্বর আহত করে। তারা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মিনহাজ জানান, এঘটনায় তাদের দুজন আহত হয়েছে। তবে হরমুজল গংদের মারধরের বিষয়টি এড়িয়ে যান। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।