নানান সমস্যায় জর্জরিত বিচ্ছিন্ন রামদাসপুরের কয়েক হাজার মানুষ
ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, টাকা লুট : আহত-৪

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এক অটো চালকের উপর হামলা করে টাকা লুট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। বর্তমানে আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ইলিশা ৭নং ওয়ার্ডের মনির হোসেন এর সাথে একই ওয়ার্ডের কামাল হোসেন এর সাথে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ ছিলো, যা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধান করে দিয়েছে।
বিরোধ আপোষ হলেও ক্ষোভ রেখেছে কামাল হোসেন।
গত বৃহস্পতিবার বিকালে গরু বিক্রি করা ৬০ হাজার টাকা নিয়ে মনির তার স্ত্রী জান্নাতসহ প্রতিপক্ষ কামালের বাড়ীর সামনে দিয়ে আসার পথে হঠাৎ গতিরোধ করে মনির ও তার স্ত্রী কে পিটিয়ে টাকা, মোবাইল নিয়ে যায় কামালগংরা।
হামলায় মনিরের মাথায় গুরুত্বর জখম হয়।
মনির ও তার স্ত্রী কে উদ্ধার করতে এসে হামলার শিকার হয়েছেন খোকন ও কামাল নামের দুইজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছে, বর্তমানে তারা চিকিৎসাধীন।
এদিকে হামলাকারীদের মুলহোতা কামাল নাটক সাজিয়ে তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন তবে তার বেডে গিয়ে সদর হাসপাতালে কামালের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যা হয়েছে মেম্বার সমাধান করে দিবে।
এই বিষয়ে ৭নং ওয়ার্ডের মেম্বার ফখরুল আলম বলেন,পূর্বের বিরোধ ছিলো, সমাধান ও হয়েছে কিন্তু হঠাৎ সেদিন কামালের বাড়ীর সামনে এমন ঘটনা ঘটেছে দুঃখজনক।
এ বিষয়ে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।