ভোলার ধনিয়া থেকে চার জুয়ারি আটক
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন থেকে চার জুয়ারিকে আটক করেছে ভোলা থানার পুলিশ। ২৯/০৭/২১ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন এর নির্দেশক্রমে ভোলা থানর পুলিশ অভিযান চালিয়ে চার জুয়ারিকে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়। আটকৃতরা হলেন মোঃ জসিম, ঈমন, রিয়াজ, নয়ন। এরা চারজন ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।
আটককৃতদের ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রতিজন কে ৫০০ শত টাকা করে চারজন কে ২০০০ টাকা জরিমানা করে মুসলেকা নিয়ে তাদের অভিভাবক ও স্থানীয় ইউপি সদস্যর কাছে তোলে দেন।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন প্রতিবেদক কে বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। তিনি আরো বলেন ভোলায় কোন মাদক, জুয়ারি এবং কোন সন্ত্রাসীর জায়গা হবে না এমন কি কোন ভূমিদস্যুর জায়গা হবে সাফ জানিয়ে দিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন আইনের ঊর্ধ্বে কেউই না সকলকে আইন সম্মান জানিয়ে চলা উচিত। আমরা জনতার সেবক জনগন আমাদের বন্ধু, শত্রু না।