দৈনিক ভোলার বাণী’র বার্তা সম্পাদক হিসেবে যোগ দিলেন শিমুল চৌধুরী

আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক শিমুল চৌধুরী ভোলার পাঠকপ্রিয় দৈনিক ভোলার বাণীর বার্তা সম্পাদক হিসেবে অদ্য ২৯/০৭/২০২১ইং তারিখে যোগদান করেছেন। এর আগে তিনি দৈনিক কালেরকণ্ঠ, আমাদের সময়, বাসস’র ভোলা জেলা প্রতিনিধি এবং আজকের কাগজ ও ইত্তেফাকের বোরহানউদ্দিন প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
এছাড়া তিনি ভোলার দৈনিক আজকের ভোলার বার্তা সম্পাদক এবং দৈনিক ভোলা টাইমস এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কাজ করেছেন। শিমুল চৌধুরী জাতীয় সাংবাদিক সংস্থা ভোলার সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে বোরহানউদ্দিনের জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হিসেবে কাজ করছেন।
শিমুল ১৯৮০ সালে জন্ম গ্রহন করেন। তিনি বোরহানউদ্দিনের ঐতিহ্যবাহী আব্দুল জব্বার মিয়া বাড়ীর ফখরুল আলম চৌধুরী ও মিসেস ফজিলতুন নেছার সন্তান। তিনি বর্তমানে ভোলার যুগিরঘোলে নিজস্ব বাসায় স্থায়ীভাবে বসবাস করছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page