বিপ্লব মোল্লা একজন সফল খামারী টেলি কনফারেন্সে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক আসাদুল্লাহ

ভোলায় সবুজ বাংলা কৃষি খামারে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমনসা গ্রামের সবুজ বাংলা কৃষি খামারে উন্নত মানের ধান জাত ব্রি হাইব্রিড -৭ এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে সবুজ বাংলা কৃষি খামারে এই শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
শস্য কর্তন ও মাঠ দিবসে ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক  আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ্ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহা পরিচালক মোঃ আসাদুল্লাহ, বিশেষ অতিথি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহা পরিচালক ডা.মোহাম্মদ শাহজাহান কবির বক্তব্য রাখেন।
এ ছাড়া উপস্থিত  ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকতা মোঃ রিয়াজ উদ্দিন, সবুজ বাংলা কৃষি খামারের মালিক ও বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা।
এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, কৃষি উপ সহকারী ও কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহা পরিচালক মোঃ আসাদুল্লাহ বলেন,বিপ্লব মোল্লা একজন সফল খামারী, আমি ভোলা কে অন্য চোঁখে দেখতাম কিন্তু সবুজ বাংলা খামারে গিয়ে বুঝতে পেরেছি যে ফসলের জন্য যশোরের পরেই ভোলার স্থান।
তিনি বলেন, হেক্টরে ৭ টন ফসল হয়েছে শুনে আমি খুশি হয়েছি, প্রতিটি কৃষক এমন উন্নত মানের ফসল ফলানো উচিত।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page