কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সংক্রান্ত ডরপ’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
যাত্রী পারাপারের দায়ে ভোলায় দুই মাঝি আটক

লকডাউন অমান্য করে উত্তাল মেঘনায় মোটা অংকের টাকায় বিনিময়ে যাত্রী পারাপার এর দায়ে মানিক ও খোকন নামের দুই মাঝিকে আটক করেছে পুলিশ। ২৬শে জুলাই রাতে ইলিশাঘাট থেকে পুলিশ পরিদর্শক আনিসুর রহমান এর নেতৃত্ব এস আই ফরিদ ও এ এস আই মাইনুলসহ পুলিশের একটি টিম দুই মাঝি কে আটক করেন।