সর্বশেষঃ

বিক্রি করা জমি ফেরত নিতে ছোট ভাই ও তার পরিবারকে নির্যাতন, মামলা দিয়ে জেলে প্রেরণ

ভোলার লালমোহনে ১৬ বছর আগে বিক্রি করা জমি পূণরায় ফেরত নিতে আপন ছোট ভাই ও তার পরিবারকে নির্যাতন এবং মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে বড় ভাই। শনিবার উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন লালমোহন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে।
জানা গেছে, শনিবার দুপর ১২ টার দিকে পাঙ্গাসিয়া গ্রামের হানিফ মিস্ত্রি বাড়ির মো. সফিউল্যাহ ১৬ বছর আগে বড় ভাই আমির হোসেনের কাছ থেকে ৮ শতাংশ জমি ক্রয় করে। সেসময়ের জমির মূল্য পেয়ে আমির হোসেন রেজিস্ট্রি করে ছোট ভাইকে দলিলও দেয়। কিন্তু সম্প্রতি উক্ত জমি পূণরায় ফেরত নিতে বড় ভাই আমির হোসেন উঠে পড়ে লাগে। ছোট ভাইকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়ে মামলা দিয়েও হয়রানী করে। শনিবার দুপুরে এর জের ধরে গরু বাঁধা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এক পর্যায়ে সফিউল্যার স্ত্রী বিবি হাজেরা ও ছেলে নিরব লালমোহন হাসপাতালের উদ্দেশ্যে আসার পথে গজারিয়া বাজারে এলে আমির হোসেনের ছেলে মান্নান তাদের আবার মারপিট করে। এসময় বাজারের আলাউদ্দিন ফরাজীর ঘরে তাদের দুই ঘন্টা আটকে রেখে মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায় বলে নিরব অভিযোগ করেন। ওই মোবাইলে বাড়িতে মারপিটের ভিডিও ধারণ করা ছিল। পরে সেখান থেকে মুক্ত হয়ে লালমোহন হাসপাতালে ভর্তি হয় তারা। হাসপাতালে তাদের দেখেতে আসলে সফিউল্যাহ ও তার শ্যালক লোকমানকে কিছু বুঝে উঠার আগেই পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে আমির হোসেনের ছেলে আঃ মান্নান বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানান ওসি মাকসুদুর রহমান মুরাদ। তাদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
আমির হোসেন জানান, তার ছোট ভাইকে দলিল দিলেও উক্ত জমি ফেরত দিতে তাকে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু সে জমি ফেরত দিচ্ছে না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।