চরফ্যাশনে দু’শত মরা মুরগি উদ্ধার ॥ ব্যবসায়ীর জরিমানা

ভোলার চরফ্যাশন পৌর সভার ৪নং ওয়ার্ডের মুরগি বাজার হতে প্রায় দু’শত মরা মুরগি উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর কর্তৃপক্ষ ৩টি বস্তাভরা মুরগি পৌরসভার ভবনে আনা হয়।
৪নং ওয়ার্ড কাউন্সিলর আক্তারুল আলম সামু বলেন, বিকাল ৩টার দিকে মুরগি বাজার ইয়াছিনের দোকান থেকে ৩ বস্তায় প্রায় দু’শত মুরা মুরগি বিক্রির জন্যে প্রস্তুত করার অবস্থায় আটক করে পরে তা উদ্ধার করা হয়। পৌর কার্যালয়ে আনার পর মেয়র মো. মোরশেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মতিন মোল্লা ও বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মো জাকির হোসেন যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম মনিরসহ স্থানীয়রা উপস্থিত হন। মুরগি ব্যবসায়ী ইয়াছিঁনের বাড়ী আসলামপুর আবুগঞ্জ এলাকায়। তার ২৫ হাজার টাকা জরিমানা করে মুরগিগুলো পৌর কর্তৃপক্ষ পুতে ফেলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।