লালমোহনে মটরসাইকেল এর ধাক্কায় ব‍্যবসায়ী নিহত

ভোলার লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় মো. ফারুক (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

২১ জুলাই বুধবার দুপুরে লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডের লঞ্চঘাট এলাকার হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। নিহত ফারুকের লালমোহন বাজারের চৌরাস্তা মোড় এলাকায় বাটার জুতার দোকান রয়েছে।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফারুক দুপুরের দিকে নিজ বাড়ি থেকে রিকশাযোগে বের হয়ে হাওলাদার বাড়িতে কোরবানির মাংস আনতে যান। পরে হাওলাদার বাড়ির সামনে রিকশা থেকে নেমে চালককে ভাড়া দেওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page