চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
শোক প্রকাশ
ভোলা জেলা ডায়াগনস্টিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভ ও ভোলা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাঈনুল ইসলাম শামীমের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটাল পরিচালনা পর্ষদ। শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তার রফিকুল ইসলাম। সাবেক চেয়ারম্যান ডাক্তার শাহে আলম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিন, পরিচালক প্রফেসর আব্দুল কাদের, অধ্যক্ষ হারুন অর রশিদ, সাংবাদিক ইউনুছ শরীফ, মাকসুদুর রহমান আকন্দসহ মোহনা ডায়াগনস্টিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিবৃতিদাতাগণ বলেন, একজন ধর্মভীরু মায়ের ইন্তেকাল বেদনাদায়ক। এ অবস্থায় মরহুমার শোকসন্তপ্ত পরিবার এবং সন্তানরা যেন ধৈর্য ধারণ করতে পারে আমরা মহান মাবুদের কাছে এ কামনাই করছি। সাথে সাথে আমরা মহান মাবুদের কাছে এ কামনাও করছি মাবুদ যেন মরহুমার সকল জানা অজানা পাপ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।
উল্লেখ্য, মরহুমা শামসুন নাহার (৬৮) চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৮/০৭/২১ ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনিসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।