সর্বশেষঃ

ভোলা পৌরসভার বিভিন্ন মসজিদে ঈদের জামায়াতের সময়সূচী

আগামী বুধবার, ২১ জুলাই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই গতবারের মতো এবারও ঈদ উদযাপন করবেন মুসলমানরা। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস থাকার কথা তা ম্লান করে দিয়েছে বৈশ্বিক অতিমারী করোনাভাইরাস (কোভিড ১৯)। করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে ঈদুল ফিতরের মতো এই ঈদেও সরকারের নির্দেশনায় শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ভোলার বিভিন্ন মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। সেগুলো হলো-
ভোলার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সাড়ে ৭টায় এবং সকাল ৮টায়। গোরস্তান জামে মসজিদে সকাল ৮টায়। নিজাম হাসিনা জামে মসজিদে সকাল ৭:৩০টায়। উকিলপাড়া জামে মসজিদে সকাল ৮টায়। মুসলিম পাড়া জামে মসজিদে (ঠাটারী বাজার) সকাল ৭:৩০টায়। দিদার জামে মসজিদে সকাল ৮টায়। খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদে সকাল ৮টায়। আদর্শ স্কুল জামে মসজিদে সকাল ৭:৩০টায়। জমিরালতা মসজিদে সকাল ৮টায়। মিঝি বাড়ী জামে মসজিদে সকাল ৭:৩০টায়। দরগাহ রোড সিকদার জামে মসজিদে ৭:৩০টায়। দরগাহ রোড বাইতুল আমান জামে মসজিদে সকাল ৭টায়। মহাজনপট্টি বড় মসজিদে সকাল ৮টায়। পাওয়ার হাউজ জামে মসজিদে সকাল ৭টায়। হাটখোলা জামে মসজিদে সকাল ৮টায়। ইসলামী কমপ্লেক্স জামে মসজিদে সকাল ৮টায়। আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টায়। বকুলতলা জামে মসজিদে ৭টায়। ইলিশা বাসস্ট্যান্ড জামে মসজিদে সকাল ৭:৩০টায়। নতুন বাজার বডিং জামে মসজিদে সকাল ৮টায়। অফিসার পাড়া জামে মসজিদে সকাল ৭:৩০টায়। আবহাওয়া অফিস রোড জামে মসজিদে সকাল ৭:৩০টায়। স্টেডিয়াম মসজিদে সকাল ৮টায়। শিল্পকলা মসজিদে সকাল ৭:৩০টায়। গাজীপুর রোড মক্কি মসজিদে সকাল ৮টায়। কালিবাড়ী বিল্লাহ মসজিদে সকাল ৭:৩০টায়। এছাড়াও ভোলার বিভিন্ন মসজিদে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page