প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম সমাজদের সবচেয়ে বেশি মূল্যায়িত করেছেন-এমপি শাওন
ভোলা-৩ আসনের সাংসদ ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের আলেম ওলামাদের প্রতি প্রচণ্ড ধরনের দরদ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যা এর আগে আর কোনো সরকার প্রধানের ছিল না। শেখ হাসিনাই আলেম সমাজদের সবচেয়ে বেশি মূল্যায়িত করেছেন। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে কোরবানী দেওয়া ও কেরবানীর বর্জ্য নির্দিস্ট স্থানে ফেলার উপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এমপি শাওনের উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন ও ওলামাদের মাঝে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা মূলক কর্মশালা ও মাস্ক, পিপিই এবং নগদ অর্থ বিতরণকালে এ কথা বলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।