তজুমদ্দিনে নব-নির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ও শম্ভুপুর ইউনিয়নের নব-নির্বাচিত দুই চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ ও মোঃ রাসেল মিয়া পরিষদের দায়িত্বভার আনুষ্ঠানিক ভাবে গ্রহন করেছেন। রবিবার সকালে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ কার্ষালয়ে সাবেক চেয়ারম্যান ও সচিবগণ তাদের এই দায়িত্ব বুঝিয়ে দেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম মহাজন, আওয়ামীলীগ নেতা জাকির তালুকদার প্রমূখ।