দৌলতখানে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী , শনাক্তের হার ১৩.৩৬

দ্বিতীয় ঢেউয়ে দৌলতখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যবিধি মানতে জনগনের অসচেতনতা এবং অবহেলার কারণে ক্রমশঃই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। করোনা পরিস্থিতি থেকে বাঁচতে স্বাস্থ্য-বিধি মানাসহ মাস্ক ব্যবহারের জন্য মাইকিং করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে না চললে দৌলতখানে করোনাভাইরাস পরিস্থিতি ‘‘শোচনীয়’’ অবস্থায় চলে যেতে পারে।

শনিবার (১৭জুলাই) দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান এসব কথা বলেন।’ তিনি বলেন, করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে দৌলতখানে সংক্রমণ শনাক্ত একেবারে কম ছিল। গত দেড় মাসে দৌলতখানে করোনা শনাক্তের হার ১৩.৩৬ শতাংশ। চলতি মাসে করোনা আক্রান্তের সংখ্যা ৫০জন। দিনদিন দৌলতখানে করোনা শনাক্ত বেড়েই যাচ্ছে। এমন অবস্থায় তিনি সকলের সহযোগিতা কামনা করে করোনা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মাস্ক ব্যবহারসহ বিভিন্ন এলাকায় প্রশাসনের নেয়া পদক্ষেপ মেনে চলতে আহ্বান জানান।

এ উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২ জন, সুস্থ হয়েছেন ১২০জন, মারা গেছে ৩ জন। হোম কোয়ারেন্টাইনে ৩৩জন।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।