ভোলার গজারিয়া পশুরহাটে চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ তালুকদারের মাস্ক বিতরণ
ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুল কাদের মজনু মোল্লার উপদেশে ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়নের গজারিয়া বাজার কোরবানি পশু বিক্রির হাটে সাধারণ জনগণকে মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে দিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
বুধবার বিকেলে এ কার্যক্রম পরিচালনা করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়নের নৌকা প্রতিক প্রত্যাশী ভোলা জেলা শাখার বঙ্গবন্ধু পেশাজীবীলীগের আহবায়ক শহিদুল ইসলাম তালুকদার।
এ সময় দলের বিভিন্ন অংগ-সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।