ভোলায় ৯৫ জনকে জরিমানা

সরকার কর্তৃক জনস্বার্থে আরোপিত কঠোর বিধি-নিষেধের ১২তম দিনেও ভোলায় জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, জেলা পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনসার ব্যাটেলিয়নের সদস্যদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনা করে। সেই সাথে সরকার আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে অব্যাহত রয়েছে প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ। করোনায় ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষের মধ্যে সরকারি ত্রাণ বিতরণও করা হয়েছে।


এছাড়া সংক্রমণ প্রতিরোধে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে আইসোলেশন নিশ্চিত করা হচ্ছে এবং তাদের চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমতাবস্থায় আপনাদের প্রতি অনুরোধ-আপনারা প্লিজ ঘরে অবস্থান করুন। অতীব জরুরি প্রয়োজন না হলে কেউ বাইরে বের হবেন না।


করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ প্রতিরোধে সরকার কর্তৃক জনস্বার্থে আরোপিত বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় সোমবার (১২ জুলাই) ভোলা জেলায় মোট ১১ টি মোবাইল কোর্টে ৮১ টি মামলায় ৯৫ জনকে ৫৬,৪০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।