ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন দৌলতখান ইউএনও তারেক হাওলাদার
ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্টে মৃত স্টুডিও ব্যবসায়ীর বাসায় গিয়ে গভীর শোক প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। দিনটি ছিলো গত ৯ জুলাই শুক্রবার। উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত মন্নান মিয়ার ছেলে রুবেল (২৬)। জুমার নামাজের আগে নিজ বাসায় বিদ্যুতায়িত হয়ে আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সন্ধ্যার পর মৃত রুবেলকে মাটি দেওয়ার কাজ চলছিল। হঠাৎ উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদারকে তার বাসায় দেখা যায়।
তিনি নিহতের অসহায় পরিবারের সাথে কথা বলেন, শান্তনা দেন। রুবেলের একমাত্র কন্যা ১০ মাসের রামিসাকে কোলে তোলে নেন এবং পরিবারকে বিভিন্ন ধরনের সান্ত¡না সহায়তার আশ্বাস দেন। বিষয়টি উপস্থিত লোকজনের নজর কাড়ে। একজন নির্বাহী কর্মকর্তার এধরনের উপস্থিতি সত্যিই একটি বিরল ভালোবাসা দৃষ্টান্ত।