লালমোহনের ইউএনওকে বিদায়ী সংবর্ধণা
ভোলার লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা আল নোমান কে বদলী জনিত কারণে লালমোহন উপজেলা পরিষদ থেকে বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে। ১০ জুলাই শনিবার সকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিনের আহমেদের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, আবুল কাশেম, গোলাম মোস্তফা, ফরহাদ হোসেন মুরাদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা তাদের বক্তব্যে বলেন, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান মাত্র ৬ মাস লালমোহন উপজেলায় কর্মরত ছিলেন। এই ৬ মাসে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন। লালমোহন বাসী তাকে তার ভালো কাজের জন্য মনে রাখবে। পরবর্তী কর্মস্থলে তিনি তার দক্ষতা ও যোগ্যতা দিয়ে আরও ভালো করবেন এই প্রত্যাশা।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, সরকারি চাকুরীজীবিদের বদলী এটা চিরাচরিত নিয়ম। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আমাদেরকে মান্য করতে হয়। আমাকে পাশের উপজেলা চরফ্যাশন বদলী করা হয়েছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সকল কর্মস্থলে সুস্থ থেকে ভালো ভাবে কাজ করতে পারি।