সর্বশেষঃ

ভোলায় আশ্রায়ন প্রকল্পের নির্মিত ঘরসমূহ পরিদর্শণ করেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ “আশ্রায়ণের অধিকার, শেখ হাসিনার উপহার। মুজিব বর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না” মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবায়নের উদ্দেশ্যে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে সারাদেশের ন্যায় ভোলা সদর উপজেলার সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহ সরজমিনে পরিদর্শন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।

শুক্রবার (৯ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, ভেদুরিয়া ও ইলিশা ইউনিয়নের বিভিন্ন মৌজায় নির্মিত এ ঘরসমূহ পরিদর্শণ করেন তিনি। ভূমিহীনদের জন্য এ সকল নির্মিত গৃহের গুনগতমানসহ নির্মাণাধীন গৃহ কার্যক্রমে যাতে কোন অনিয়ম না হয় সে ব্যাপারে জেলা প্রশাসক নির্দেশনা প্রদান করেন।


এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুলা খান, ভোলা সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page