ভোলায় আশ্রায়ন প্রকল্পের নির্মিত ঘরসমূহ পরিদর্শণ করেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ “আশ্রায়ণের অধিকার, শেখ হাসিনার উপহার। মুজিব বর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না” মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবায়নের উদ্দেশ্যে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে সারাদেশের ন্যায় ভোলা সদর উপজেলার সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহ সরজমিনে পরিদর্শন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
শুক্রবার (৯ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, ভেদুরিয়া ও ইলিশা ইউনিয়নের বিভিন্ন মৌজায় নির্মিত এ ঘরসমূহ পরিদর্শণ করেন তিনি। ভূমিহীনদের জন্য এ সকল নির্মিত গৃহের গুনগতমানসহ নির্মাণাধীন গৃহ কার্যক্রমে যাতে কোন অনিয়ম না হয় সে ব্যাপারে জেলা প্রশাসক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুলা খান, ভোলা সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।