লালমোহনে লকডাউনের ৭ম দিনে ১০জনকে জরিমানা

ভোলার লালমোহনে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের ৭ম দিনে বিধি নিষেধ অমান্য করে অবাধ চলাচল ও অতিরিক্ত যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে লালমোহন বাজারের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম। তিনি বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ার দায়ে ও স্বাস্থ্য বিধি না মানায় ১০ টি মামলায় ১০জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এবং সাথে সাথে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরন করেন।

করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউনের প্রথম দিন ১ জুলাই থেকে কঠোর অবস্থানে থেকে প্রতিদিনই লালমোহনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা সহ সকলকে সতর্ক করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।