৭ম দিনের অভিযানে বাংলাবাজার দুইজনকে জরিমানা

করোনাভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে গত ১ জুলাই থেকে ৭ জুলাই পযন্ত এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। রয়েছে কঠোর বিধিনিষেধও ।

সেই কঠোর বিধিনিষেধ এর আজ সপ্তম দিন।
আজ ৭ম দিনেও চলছে প্রশাসনের কঠোর তৎপরতা। প্রশাসনের এমন কঠোরতম দায়িত্ব পালনের ক্ষেত্রে রাস্তাঘাট ফাঁকা রয়েছে।

আজ ( ৭ জুলাই) বুধবার বেলা ১২ টার সময় ভোলার বাংলাবাজার অভিযানে অভিযানে ২ (দুই) জনকে মোট ১৩০০ ( এক হাজার তিনশত) টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত ব্যাক্তিরা হলেন বাংলাবাজার ফরিদ মেডিকেল এর মালিক মো: শাহেদ। শাহেদ কে তার দোকানের কর্মচারীর মূখে মাস্ক না থাকায় ১০০০ ( এক হাজার) টাকা ও এক পথচারীর মুখে মাস্ক না থাকায় ৩০০ ( তিনশত) টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী।

কঠোর বিধিনিষেধ এর কারণে কেউ বের হতে পারছে না বাসা থেকে। কর্মহীন অবস্থানে আছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা। তবে এই কঠিন পরিস্থিতিতে ভালো নেই বাংলাবাজার কাঁচাবাজার ব্যবসায়ী। যদিও তাদের সীমিত আকারে স্বাস্থ্য বিধি মেনে খোলা রাখার অনুমতি রয়েছে। সেই সীমিত সময়ে বিক্রি হচ্ছে না তাদের কাঁচাবাজার।
তারা এখন দিশেহারা, একদিকে যেমন বাচ্চাদের ক্ষুধার আর্তনাদ পরিবারের আর্তনাদ অন্যদিকে রাস্তায় প্রশাসনের কঠোর তৎপরতায়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page