সর্বশেষঃ

কঠোর অবস্থানে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ॥ ৬ষ্ঠ দিনে ১১ জনের জরিমানা

চলমান লকডাউনের ৬ষ্ঠ দিন অতিবাহিত। কোভিড-১৯, করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সারাদেশে কঠোর তৎপরতা ও নজরদারিতে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বিনা কারণে রাস্তায় বের হলে গুনতে হচ্ছে জেল-জরিমানা উভয়-ই। আজ লকডাউনের ৬ষ্ট দিন অতিবাহিত, সরকারী নিষেধাজ্ঞা ও স্বাস্থ্য বিধি অমান্য করে বিনা কারণে রাস্তায় বের হওয়ায় ও বিভিন্ন অপরাধে মোট ১১ জনকে ব্যক্তিকে ৪৬০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে ভোলার বোহানউদ্দিন পৌরশহরে এক অভিযান পরিচালিত হয়। এতে স্বাস্থ্যবিধি অমান্য করা, মোটরযানে একাধিক যাত্রী বহন, মাস্ক পরিধান না করায়, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোট ১১ জন ব্যক্তিকে বিভিন্ন আনুপাতিক হারে মোট ৪ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের টিম। আর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।