স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইলিশাঘাটে কোস্টগার্ডের অভিযান

কোভিড-১৯ থেকে ভোলাবাসী সচেতন থাকতে ভোলার ইলিশাঘাটে কোস্টগার্ড সচেতনতা সভা করেছে।
সোমবার সকালে ভোলা সদরের ইলিশাঘাটে এই সচেতনতা সভা করা হয়।
কর্নেল মঞ্জুরুল করীম চৌধুরী, ক্যাপ্টেন তাওসান জামানসহ উদ্ধর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।
সচেতনতা সভায় মঞ্জুরুল করীম চৌধুরী বলেন, সরকারের দেওয়া নির্দেশনা অনুযারী চলমান লকডাউন সফল করতে আমাদের আজকের এই অভিযান।
আমাদের পরিবার, সমাজ কে ভালো রাখতে সরকারের নির্দেশনা অনুযারী স্বাস্থ্যবিধি মেনে চলা সবার দায়িত্ব।
এসময় ইলিশাঘাট ইজারদারদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন লকডাউনের মধ্যে কোন ভাবেই যে যাত্রী পারাপার না হতে পারে সেদিকে খেয়াল রাখার জন্য।
এসময় কোস্টগার্ডের এই কর্মকতা বলেন, আপনারা জানেন করোনা মহামারির প্রথম থেকেই বাংলাদেশ কোস্টগার্ড মাস্ক বিতরণ, খাবার বিতরণ, জনসচেতনতাসহ নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই দ্বারা অব্যাহত থাকবে।