নানান সমস্যায় জর্জরিত বিচ্ছিন্ন রামদাসপুরের কয়েক হাজার মানুষ
লকডাউন বাস্তবায়নে ভোলায় কোস্টগার্ডের তৎপরতা

ভোলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত ২১ দফা বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনে কোস্টগার্ড সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা প্রদানের লক্ষে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন যোন কমান্ডার জনাব মঞ্জুরুল করিম সকলের সহযোগিতা কামনা করেন।
সোমবার (০৫ জুলাই) ভোলা সদর থানাধীন ২নং ইলিশার ইলিশা ফেরিঘাট এলাকায় এ সতর্কিকরন প্রচার আয়োজন করা হয়।
এসময় যোনাল কমান্ডার, মঞ্জুরুল সরকারি বিধি-নিষেধ চলাকালে সকলকে ঘরে থাকার আহবান জানান এবং সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন।
যোনাল কমান্ডার বলেন, করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড অবৈধ জলযান ব্যাববাহার করে যাত্রী পারাপারে যেন ,কোন সুযোগ না পায় সে ব্যাপারে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের ১৬টি কন্টিনজেন্ট নিরলস ভুমিকা পালন করে আসছে। এসময় তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে একই কাতারে এসে সরকার নির্দেশিত ২১ দফা বিধি-নিষেধ বাস্তবায়ন করতে আহবান করেন। নিজেকে সুরক্ষিত রাখতে নিজে মাস্ক পরিধান করুন, এবং অপরকে মাস্ক ব্যাবহারে উদ্ধুব্দ করুন, এই স্লোগানে সর্বাঙ্গিন মঙ্গল কামনা করেন।