পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি বিধি ও ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক (জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এবং ২০২০ এর ২৩ নভেম্বর সংশোধনীর আলোকে) দেবীপুর ইসলামিয়া ফাজিল (বি.এ) মাদরাসা, পোঃ গোলকপুর, তজুমদ্দিন ভোলার জন্য শুন্য পদে ০১ জন “অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর”, সৃষ্ট পদে ০১ জন “গ্রন্থাগারিক”, ০১ জন আয়া আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষের বরাবর আবেদন করুন ১০০০ হাজার টাকার পোস্টাল অর্ডারসহ। পূর্বে আবেদনকারির আবেদন প্রয়োজন নেই।
অধ্যক্ষ।