ভোলায় ৬১ জনের জরিমানা, ৪ জনের কারাদন্ড
কঠোর লকডাউন’র মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা এবং বিনা কারণে বাইরে ঘোরাঘুরির দায়ে ভোলায় আরও ৬৫ জনের জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৪ জনকে তিনদিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। রোববার (৪ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে এ কারাদন্ড এবং জরিমানা করা হয়। কঠোর বিধি-নিষেদের চতুর্থ দিনে জেলার ৫ উপজেলায় ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদন্ড-জরিমানা করেন।
এর মধ্যে ভোলা সদরে ৩২ জনকে ৪০ হাজার ৪০০ টাকা এবং চার জনকে তিনদিন করে কারাদ- দেওয়া হয়। দৌলতখানে ৫ জনকে দুই হাজার ৩শ’ টাকা, লালমোহনে ৪ জনকে ৮শ’, তজুমদ্দিনে ৭ জনকে ১৭ হাজার, চরফ্যাশনে ১৩ জনকে ২৩ হাজার টাকা জরিমান করা হয়।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিতি করে জানান, করোনা মোকাবিলায় জেলার ৭ উপজেলা থেকে সর্বমোট নয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় লকডাউন, স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে রাস্তায় ঘোরাফেরার কারণে ৫৯ মামলায় ৬১ জনের জরিমানা এবং ৪ জনের কারাদ- দেওয়া হয়।
এদিকে, শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে। চতুর্থদিনেও সড়কে চলেনি কোনো গণপরিবহন। নেই যানজট, ভিড় কিংবা জনসমাগম। সড়কগুলো ফাঁকা দেখা গেছে।