বাঁচতে চায় শিশু রাহিম ।। হার্টের ভাল্ব নষ্ট চিকিৎসায় প্রয়োজন দুই লক্ষ টাকা

সুন্দর এ পৃথিবীতে সবাই বাঁচতে চায় , আর আমাদের সকলের মত বাঁচতে চায় শিশু রাহিম, বয়সঃ ৭ বছর  , শিশু  বয়সে ছেড়ে যেতে চায়না মায়ের আঁচল , মায়ের ভালবাসা  স্নেহমমতা । কিন্ত বিধাতার লেখন হয়না খন্ডন  এমনটি জুঁটেছে শিশু রাহিমের ভাগ্যে । রাহিমের বসবাস দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডের উদয়পুর রাস্তার মাথা   ভোলা টু চরফ্যাশন মহাসড়কের দক্ষিণ পাশে নানার বাড়িতে । সর্বনাশী মেঘনার ছোবলে রাহিমের বাবার পৈত্তিক বসতভিটা মেঘনার পেটে ঘ্রাস হয়ে যায় । আর এ কারনে নানার বাড়িতে রাহিমের পরিবারের  বসবাস ।  রাহিমের মা সুলতানা বেগম জানান , বিগত বছর দু’য়েক আগে রাহিমের শরীরে অসাবধানতা বশতঃ ফুটন্ত গরম পানি পরে রাহিমের বুকে, পেটে পিঠে , হাটুর নিচের কিছু অংশ ঝলসে যায় , একপর্যায় চিকিৎসার পর ঝলসানো শরীরের সেই চামড়া, ঘা, শুকিয়ে অবস্থার কিছুটা উন্নতি হয় । কিছুদিন অতিবাহিত হওয়ার পর এক সময় রাহিম হঠাৎ করে অসুস্থ হয়ে ঝিমিয়ে  পরে , অবস্থার  বেগতিক দেখে তার মা সুলতানা বেগম তাকে ভোলা সদর একটি প্রাইভেট ডায়োাগনেস্টিক সেন্টারে ঢাকা থেকে আগত একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে ছেলের  চিকিৎসার জন্য  শরণাপন্ন হোন । ডাক্তার আনুষঙ্গিক পরিক্ষা নীরিক্ষার  পর রিপোর্ট দেখে বলেন রাহিমের হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে , তাকে বাঁচাতে ও চিকিৎসা বাবদ ২ লক্ষ টাকা খরচ হবে  ।
 ছেলের এমন করুন অবস্থা দেখে রাহিমের মা  এ প্রতিবেদকে বলেন আমরা গরীব মানুষ, রাহিমের বাবা দিনমজুর মানুষ ,  এতটাকা কোথায় পাবো ছেলের চিকিৎসা করতে ?  এমতাবস্থায় কোন উপায় না পেয়ে রাহিমের মা মাননীয় প্রধানমন্ত্রী , স্থানীয় এম পি মহোদয় , জেলাপ্রশাসক , দেশের সকল বিত্তবান ও আমজনতার কাছে সহযোগীতার আবেদন জানান , সকলে যেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়  আমার ছেলে রাহিমের জন্য , সকলে যেন একটু  সহযোগীতা করে রাহিমকে এ পৃথিবীর  আলোর মুখ দেখাতে পারে ।
রাহিমের পরিবারের মোবাইল  নংঃ
০১৩০১৭৩৬৩৪০ ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page