লকডাউনের ১ম দিনে বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বৈশ্বিক করোনার মহামারীতে গোটা দেশজুড়ে যখন করোনয় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উর্ধবগতি ধারন করতেছে এর প্রতিরোধ ও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমিয়ে আনার জন্য সরকার আজ বৃহস্পতিবার ১লা জুলাই থেকে আগামী ৭ দিন এই কঠোর লকডাউন প্রজ্ঞাপন জারি করে। আকাশ পথের যাত্রীবাহী বিমান, সকল দুরপাল্লার পরিবহন বাস, লঞ্চ বন্ধ থাকবে কঠোর লকডাউন চলাকালীন সময়। জরুরী সেবা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সরকার ঘোষিত প্রজ্ঞাপনের আওতার বাহিরে থাকিবে। বিনা প্রয়োজনে মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়া যাবেনা, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকার ঘোষিত লকডাউনে জনগণকে সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান করা এর বাস্তবায়ন করার উদ্দেশ্য কঠোর লকডাউনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান পরিচালনা হয়।
স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করায় পৌর শহরের গার্মেন্টস ব্যবসায়ী ফ্যাশন ক্লাবের কর্ণধার মোঃ নুরউদ্দিন ৩০০ টাকা, পূর্ব বাজার মুরগি ব্যবসায়ী মোঃ মনজুর আলম ৫০০ টাকা এবং এক পথচারী ২০০ টাকা জরিমানা গুনতে হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন মোঃ ছালেহ আহমেদ এক্সকিউটিভ ম্যাজিস্টেট জেলা প্রশাসকের কার্যালয় ভোলা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।