লালমোহনে যায়যায়দিন এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬ বছরে যায়যায়দিন। ভোলার লালমোহনে যায়যায়দিন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৩০ জুন ২০২১ ইং বুধবার সকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম লালমোহন এর উদ্যোগে এ উপলক্ষে লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়। লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিন লালমোহন উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জসিম জনি, প্রেসক্লাবের সহ-সভাপতি এসবি মিলন, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাাপতি শাহীন অলম মাকসুদ প্রমূখ।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় লালমোহন উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।