খাতা ছিনতাইয়ের অভিযোগ
ভোলার ভেদুরিয়া স্পীডবোট ঘাটে ওয়াটার লর্ড আলাউদ্দিনের লুটপাট-ভাঙ্গচুর
(অভিযুক্ত আলাউদ্দিন)
ভোলার ভেদুরিয়ায় স্পীডবোট ঘাটে ওয়াটার লর্ড আলাউদ্দিনের লুটপাট ভাঙ্গচুর ও বোটের সিরিয়ালের খাতা ছিনতাই এবং মালিক পক্ষগণকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে আলাউদ্দিন চরসামাইয়া ইউনিয়ন থেকে তার লোকজনসহ লাঠি-সোডা নিয়ে ঘাটে যায় এবং সেখানে প্রশাসন না থাকায় লাইনম্যান মনজুর কাছ থেকে জোরপূর্বক খাতা ছিনিযে নিয়ে নদীতে ফেলে দিয়ে তার সন্ত্রাসী তান্ডব চালিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে নতুন খাতা তৈরি করে তাতে তার ২৭ সিরিয়ালের নাম বসিয়ে ঘাট থেকে ৪ টি বোট ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে। এ নিয়ে ঘাটে বোট মালিকদের মধ্যে উত্তেজনা দেখা দিযেছে। ঘাটে থাকা সেখানকার স্থানীয়দের দাবি যে কোন সময় ঘটে যেতে পারে প্রাণ হানির মত ঘটনা। এ বিষষে প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মনে করি।
এ বিষয় নিয়ে মুখ খুললেন স্পীডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ডালিম তিনি প্রতিবেদককে জানান, আলাউদ্দিন ঘাটের সভাপতি ছিলেন। তিনি সভাপতি থাকাকালীন ঘাটে তার নামে ২৭ টি বরিশালের বোট সিরিয়াল থাকায় এবং টাকা লুট-পাট মালিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার কারণে তাকে ঘাট মালিক তার নামে ৫ টি সিরিয়াল রেখে বাকিগুলো বাদ দেন। তার জের ধরে ঘাটে এসে অতর্কিতভাবে হামলা চালায় আলাউদ্দিনসহ তার সাথে থাকা লোকজন। আমি খবর পেয়ে এসে দেখি তারা চলে গেছে পরে আমি বিষয়টি কর্তৃপক্ষে জানাইছি।
স্পীডবোটের ড্রাইভার ও বোট মালিক হেলাল উদ্দিন জানান, আলাউদ্দিন দীর্ঘদিন তার ক্ষমতা ও একক আধিপত্য বিস্তার এবং ২৭ টি বরিশাল বোট সিরিযাল তার নামে এককভাবে ভোগ করে আসছে। আমরা এটার সঠিক জবাব চাইতে গেলে তার সাথে আমাদের বোট মালিকদের সাথে বাকবিত-া হয়। এরই জের ধরে আজ (গতকাল) সে তার লোকজন নিয়ে আমাদের ঘাটে হামলাসহ সিরিয়ালের খাতাপত্র ছিনিয়ে পানিতে ফেলে দেয়। আমরা ভোলার অভিভাবক, জীবন্ত কিংবদন্তী, সদর আসনের এমপি তোফায়েল আহমেদ মহোদয়কে জানালে তিনি প্রশাসনকে জানাইছেন বলে আমাকে জানাইছে। আমরা জেলা প্রশাসকসহ পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্যারের কাছে এই হামলা এবং খাতা ছিনতাইয়ের বিচারসহ আলাউদ্দিনকে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।
বোট লাইনম্যান মনজু জানান, হঠাৎ আলাউদ্দিন আমার দোকানে এসে বলে খাতা দে। তখন আমি খাতা দিতে অস্বীকার করে খাতা না দিলে তিনি জোরপূর্বক আমার দোকান থেকে খাতা নিয়ে নদীতে ফেলে দিয়ে নতুন খাতায় তার ২৭ টি বোট সিরিয়াল উঠিয়ে ভোলা থেকে বরিশালের উদ্দেশ্যে ৪ টি বোট ছেড়ে চলে যায়। আমাদের গালমন্দ করেন এবং তার সিরিয়াল প্রতিদিন লাইন দিতে তিনি আমাদের হুমকি দিযে বলে যান।
ঘাটের স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক জানান, আলাউদ্দিন দীর্ঘ বছর এই বোট ব্যবসার সাথে জড়িত থেকে মাদক বিক্রি করে। তাহার একটি ৫ তলা বিশিষ্ট বিলাস বহুল বাড়ি তৈরি করেন এবং আধিপত্য বিস্তার করেন এই ওয়াটার লর্ড। আজ তার তান্ডবে ঘাটে থাকা বোট মালিক ও লাইনম্যান এবং পথচারিরা দিশেহার ও আতঙ্কিত হয়ে পরে।
ভোলা-বরিশাল স্পীডবোট মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন পাটাওয়ারি বলেন, আলাউদ্দিন প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জোরপূর্বক স্পীডবোটের সিরিয়াল এর পুরানো খাতা পানিতে ফেলে নিজের মত ২৭ টি সিরিয়াল নতুন খাতায় উত্তোলন করেন। এখানেই ক্ষ্যান্ত হয়নি, তার বাহিনী নিয়ে ভেদুরিয়া ঘাটে চালায় সন্ত্রাসী তান্ডব। ভাঙ্গচুর করে টাকা লুট করেছে নাকি শুনছি এমনটি জানিয়েছেন স্থানীয় বোট মালিককেগণ। বর্তমানে তার জিম্মি দশায় বোট মালিকেরা। এ ঘটনায় বোট মালিকেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে ঘটনাস্থলে গিয়ে আলাউদ্দিন এর সাথে যোগাযোগ করার চেস্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল মাস্টার বলেন, আমাকে কেউ ঘটনা সম্পর্কে বলে নাই। তাই আমি এবিষয় কিছু জানি না।
ভেদুরিয়ায় স্পীডবোট ঘাটে হামলার ব্যাপারে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না এবং কেউ আমাকে জানাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।