সর্বশেষঃ

লালমোহনে বাস চালকের জরিমানা

সরকারি নিয়মানুযায়ী যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি রেখেও দুই সিটে একজনের স্থলে দুইজন এবং দাড় করিয়ে যাত্রী পরিবহনের দায়ে ভোলার লালমোহনে ৬ বাস চালক কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেল ৪টার দিকে পৌর ৯নং ওয়ার্ড এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম। এসময় ৬টি বাসের চালক কে বিভিন্ন অংকে মোট ২০হাজার টাকা জরিমানা করা এবং মাস্কবিহীন ৪জন যাত্রী কে ৭শ টাকা জরিমানা করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় সরকার যে নির্দেশনা দিয়েছে, আমরা তা কঠোরভাবে বাস্তবায়ন করছি। তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।