ভোলায় কবি সুফিয়া কামালের জন্ম বার্ষিকী পালিত

কবি সুফিয়া কামালের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলায় কেক কাটা ও তার কর্মময় জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত রবিবার (২০ জুন) শহরের কালিবাড়ী রোডস্থ মহিলা পরিষদের হলরুমে এ কর্মসূচী পালন করেন। মহিলা পরিষদের সভাপতি হোসনে আরা বেগম চিনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এডভোকেট মমতাজ বেগম। এ সময় আরো বক্তব্য রাখেন ওবায়দুল্ হক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ভোলা জেলা বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা জিনাত রেহানা (ঝর্না), অর্থ সম্পাদিকা লায়লা আরজুমান ভানু প্রমূখ।