সর্বশেষঃ

ভোলায় চর দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আটক-৭

চর দখল নিয়ে ভোলায় দু’পক্ষের সংঘর্ষে কান্টু বেপারী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে জেলা সদরের মেঘনার চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। নিহত কান্টু বেপারী পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামের বাসিন্দা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, চর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্র্ষের ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page