তজুমদ্দিনে নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সাথে পুলিশের মতবিনিময়

ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের লক্ষে তজুমদ্দিনে নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সাথে মতবিনিময় করেছেন থানা পুলিশ। বুধবার দুপুরে থানা কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় চাঁচড়া, চাঁদপুর ও শম্ভুপুর ইউপির নব নির্বাচিত জনপ্রতিনিধিগন অংশ গ্রহন করেন। ওসি তদন্ত এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত চেয়ারম্যান চাঁদপুর শহিদুল্যাহ কিরন, চাঁচড়া আবু তাহের, শম্ভুপুর মোঃ রাসেল। আরো বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী, ইউপি সদস্য তৈয়বুর রহমান, মমতাজ বেগম প্রমূখ।
উল্লেখ, ২১ জুন  তজুমদ্দিনের তিনটি ইউনিয়নে শান্তিপুর্ণ নির্বাচনের পর বিজয়ী ও পরাজিত প্রার্থীদের সমর্থকদের মাজে কয়েকটি বিচ্ছিন্ন  সহিংসতার ঘটনা ঘটে। শান্তিশৃঙ্খলা বজায় রেখে পরিবেশ সুন্দর রাখার উদ্দেশ্যে থানা পুলিশের এই আয়োজন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page