সর্বশেষঃ

যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা হবে : উপজেলা নির্বাহী অফিসার

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যেকোনো মূল্যে আগামী ২১ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভাবে করা হবে। একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসন মুখিয়ে আছে। বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আসন্ন গঙ্গাপুর ও সাচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উপস্থিতিতে এসব কথা বলেন।
গঙ্গাপুর ২ নং ওয়ার্ডের প্রার্থী শাহজাহান ও রিনা আকন্দ অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাকরুল আলাম জুয়েল নির্বাচনী কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ নানা রকম হুমকি প্রদান করেন। মিটিং অংশগ্রহণকারী প্রার্থী মহিউদ্দিন আজিম, হাফেজ শহীদ, বাবলু, বশির, জানায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কেন্দ্র দলসহ তাদেরকে নানা হুমকি দিচ্ছেন। বহিরাগত লোকজন দিয়ে প্রভাব বিস্তার করানোর অভিযোগ তোলা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান বলেন, আপনারা নিশ্চিত থাকবেন কোন পেশি শক্তি কিংবা কোনো ভাই নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবেন। অনাকাঙ্খিত কোন পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, অফিসার ইনচার্জ মাজহারুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন, ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, স্থানীয় সংবাদকমীবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।