সর্বশেষঃ

প্ল্যাকার্ড ঝুলিয়ে “সংসদে” সরকারদলীয় এমপি

(বুধবার গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য দেন পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা)

‘আর কোন দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই’ এমন প্ল্যাকার্ড গলায় ঝুঁলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন সরকারি দলের এমপি এস এম শাহজাদা। উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি এভাবে বক্তৃতা দেন। বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন তিনি। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ভাগ্নে এবং পটুয়াখালী থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে তাকে। উপকূলের অনেক সংসদ সদস্যকেই এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না তারা স্থায়ী বেড়িবাঁধ চান। এই বক্তব্য দেওয়ার সময় তিনি ওই প্ল্যাকার্ডটি নিজের গলায় ঝুঁলিয়ে দেখান।

তিনি বলেন, এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুঁলিয়েছিল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page