তরুণ ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনানের সন্ধান চেয়ে মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস
সম্প্রতি নিখোঁজ হওয়া তরুণ ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এর সন্ধান চেয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দেশের জনপ্রিয় মুফাসসির মিজানুর রহমান আজহারী।
বুধবার (১৬ জুন) রাতে মিজানুর রহমান আজহারী তার ভেরিফাইড ফেসবুক পেইজে এ পোস্ট দেন। ফেসবুকে পোস্ট দেওয়ার পর মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে।
মিজানুর রহমান আজহারীর ফেসবুকে পোস্ট দেওয়ার ঘন্টা দুয়েক পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা যায় পোস্টটিতে লাইকসহ অন্যান্য রিএকশন দিয়েছেন ৯০ হাজারের অধিক, মন্তব্য করেছেন প্রায় সাড়ে ৬ হাজার ও শেয়ার করেছেন সাড়ে ৫ হাজারের অধিক ফেসবুক ব্যবহারকারী।
দৈনিক ভোলার বাণী’র পাঠকদের জন্য ফেসবুকে দেওয়া মিজানুর রহমান আজহারীর পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হল।
ফেসবুকে মিজানুর রহমান আজহারী লিখেন, এক সপ্তাহ হয়ে গেল। একজন তরুণ দ্বা’য়ী তার দুজন সফরসঙ্গী এবং ড্রাইভার সহ বিলকুল গায়েব। কী আজিব ঘটনা! এমনকি গাড়ীটারও সন্ধান কেউ দিতে পারছেনা। ব্যাপারটা বেশ রহস্যজনক এবং উদ্বেগের। তাদের সন্ধান পাওয়ার সম্ভাবনাও যেন— ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে।
গুম একটি মানবতাবিরোধী অপরাধ। এটি মানবাধিকার লঙ্ঘনের চরম ও নৃশংসতম অপরাধগুলোর অন্যতম। গুম সংস্কৃতি চূড়ান্তভাবে আইনের শাসনকে বিপন্ন করে তোলে এবং একটি রাষ্ট্রকে অকার্যকর অবস্থার দিকে নিয়ে যায়।
গুমের মিছিল এভাবে লম্বা হতে থাকলে, আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমূর্তি আরো ক্ষুন্ন হবে। তাই, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত— প্রতিটি গুমের ঘটনার নিরপেক্ষ এবং দ্রুত তদন্ত নিশ্চিত করা।
মুসলিম রাষ্ট্রে একজন অমুসলিমেরও সামাজিক নিরাপত্তা রয়েছে। প্রাণ রক্ষা করা মাক্বাসিদে শারি’আর (শারি’আর লক্ষ্য ও উদ্দেশ্য) অন্যতম লক্ষ্য। একজন নিরপরাধ মানুষের প্রাণনাশ গোটা মানবমন্ডলীর প্রাণনাশের সমতুল্য।
রাষ্ট্র তার জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তাই, রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে— তাদেরকে খুঁজে বের করা।
আবু ত্বহা আদনান সালামাতে ফিরে আসুক। গুম এবং হয়রানির অবসান ঘটুক।