ভোলা সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠন

ভোলায় সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৩ জুন) বিকেলে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
ভোলা সদর এক আসনের এমপি জননেতা তোফায়েল আহমেদ এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ভোলা সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে তাদের কমিটি করার পরামর্শ দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বাক আজিজুল আলো রানী কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবীলীগের সদস্য মোঃ আমির হোসেন, মোঃ জাহাঙ্গীর, মোঃ ইউনুছ, মোঃ আবুল গাজী, কাজল রাধা রাণী কর্মকারসহ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সর্বস্তরের নেতা-কর্মী।
মোঃ খালেক জম্দার-কে আহবায়ক, মোঃ রুবেল, মোঃ শাহজাহান, মোঃ জসিম উদ্দিন, মোঃ আঃ রশিদ মাঝি, মোঃ জাহাঙ্গীর, মোঃ জামাল উদ্দিন-কে যুগ্ম আহ্বায়ক। মোঃ সাহেব আলী সর্দার-কে সদস্য সচিব করে ৫৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page