নানান সমস্যায় জর্জরিত বিচ্ছিন্ন রামদাসপুরের কয়েক হাজার মানুষ
লালমোহনে জেন্ডার বিষয়ে উন্নয়ন সভা

ভোলার লালমোহনে নারীদের জেন্ডার বিষয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা কোস্ট ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা হয়। এ সভায় বাল্যবিবাহের প্রভাব, কারণ এবং প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে বিভিন্ন সমিতিতে বাল্য বিয়ের কুফল নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেন্ডার কমিটির জেলা সভাপতি অর্চণা রাণী, সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম, উপজেলা কোস্ট ফাউন্ডেশনের সমন্বয়কারী মোসা. ফাহিমা আক্তারসহ নারী সদস্যবৃন্দ।